Advertisement

Responsive Advertisement

বাড়ির পরিচারিকা সেজে স্বর্ণালংকার এবং নগদ টাকা চুরির অভিযোগে আটক এক মহিলা


আগরতলা, ২৮ জানুয়ারি : পরিচারিকা হিসেবে কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে বাড়ি থেকে স্বর্ণালংকার নগদ টাকা চুরি করার অভিযোগে আটক মহিলা। এই ঘটনা রাজধানী আগরতলার ভাটি অভয়নগর এলাকার বাসিন্দা ড. ইন্দ্রনীল নন্দীর বাড়িতে।
ঘটনার বিবরণে বাড়ীর এক সদস্য জানান, এক অসহায় মহিলা দুটি সন্তান নিয়ে তাদের বাড়িতে আসতো সবজি বিক্রি করার জন্য। প্রায় সময় বাড়ির মহিলা সদস্যদের কাছে তার দুঃখ কষ্টের কথা বলতো। মহিলার কষ্ট শুনে তাদের বাড়ীতে থাকা দুজন বয়স্ক মহিলাকে দেখার জন্য ঐ মহিলাকে রাখা হয় গত সেপ্টেম্বর মাসে। প্রথমত সন্দেহ হয় বাড়িতে বিয়ের অনুষ্ঠানে চলাকালীন গলার চেন ও কানের দুল চুরি যাওয়ার পর। পরবর্তীতে গোপন ক্যামেরায় ধরা পড়ে ওই মহিলা আলমারি থেকে টাকা চুরি করছে। তারপরেই এনসিসি থানায় বিষয়টি জানালে পুলিশকে খবর দিলে পুলিশ আটক করে নিয়ে আসে। অভিযুক্ত মহিলার বাড়িতে তল্লাশি চালিয়ে স্বর্ণালংকার সহ চুরি করা নগদ টাকা উদ্ধার হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ