Advertisement

Responsive Advertisement

রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লুর সঙ্গে স্বাক্ষত মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ৩ জানুয়ারি : ইংরেজি নতুন বছরে বুধবার সন্ধ্যায় রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নল্লুর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করলেন রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ, বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। নতুন বছরে তাঁর সুস্বাস্থ্য কামনা করে রাজ্যের বিকাশ মুখী সরকারের নানা কার্যক্রম তাঁর সামনে তুলে ধরেন মন্ত্রী।
বিশেষ করে কৃষি এবং বিদ্যুৎ ক্ষেত্রে রাজ্য কি ভাবে এগিয়ে চলেছে, আগামী দিনে কিভাবে এগিয়ে চলার রূপরেখা নির্ণয় করেছে, তাও রাজ্যপালের কাছে বিস্তারিত ব্যাখ্যা করেন মন্ত্রী রতন লাল নাথ। পাশাপাশি রাজ্যের কৃষি ও বিদ্যুৎ ক্ষেত্রে আরো নতুনভাবে কি করা যায় এ বিষয়ে পরামর্শ দেন রাজ্যপাল। রাজ্য সরকারের সবকা সাথ , সবকা বিকাশের ভাবনা জারিত কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যপাল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ