Advertisement

Responsive Advertisement

মনিপুর থেকে দ্বিতীয় দফায় ভারত জুড়ে যাত্রা শুরু করবেন রাহুল গান্ধী

আগরতলা, ১১জানুয়ারি : আগামী ১৪ জানুয়ারী মনিপুর থেকে রাহুল গান্ধী দ্বিতীয় দফায় ভারত জোড় ন্যায় যাত্রা শুরু করবেন। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার আগরতলার কংগ্রেস ভবনে এ আই সি সি'র মুখপাত্র তথা সাংসদ ডলি শর্মা বিস্তারিত ভাবে এ বিষয়ে কথা বলেন। তিনি জানান দ্বিতীয় দফার এই যাত্রা মনিপুর থেকে শুরু হয়ে মুম্বাই পর্যন্ত যাওয়া হবে। রাহুল গান্ধী এই যাত্রাতেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলবেন এবং মানুষের সমস্যা সম্পর্কে অবগত হবেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে ডলি শর্মার সঙ্গে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা এবং বিধায়ক সুদীপ রায় বর্মন। তারা প্রথমে সর্বভারতীয় নেত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করেন। তারপর শুরু হয় সাংবাদিক সম্মেলন। পাশাপাশি নেত্রী এদিন সাংবাদিক সম্মেলনে বর্তমান সরকারকে এক হাত নেন। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ