Advertisement

Responsive Advertisement

আগরতলায় বিপুল পরিমাণ বিলেতি মদসহ আটক এক ব্যক্তি

আগরতলা, ২১জানুয়ারি : গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ষাট হাজার টাকার বিলেতি মদসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
রবিবার গোপন খবরের ভিত্তিতে পশ্চিম আগরতলা থানার পুলিশ একটি অটো থেকে ২১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিলেতি মদ আটক করে। মদগুলি বেআইনি ভাবে সংগ্রহ করে কালোবাজারিতে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে অভিযোগ। 
রাজধানীর কর্নেল চৌমুনি এলাকা থেকে এগুলি আটক করা হয় বলে জানিয়েছেন পশ্চিম আগরতলা থানার ওসি জয়ন্ত দেব। যার বাজার মূল্য আনুমানিক ৫০ থেকে ৬০ হাজার টাকা হবে জানান তিনি। সেই সঙ্গে দীপঙ্কর দে নামে এক ব্যক্তিকেও আটক করা হয়, ওই ব্যক্তি মদগুলি নিয়ে যাচ্ছিল। রাজধানীর পার্শ্ববর্তী নতুন নগর এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তির জানিয়েছে। আগামী দিনেও এধরনের অভিযান জারি থাকবে বলেও জানিয়েছেন ওসি। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ