আগরতলা, ৩ জানুয়ারি : লিগ্যাল মেট্রোলজিকাল দপ্তর, খাদ্য দপ্তর এবং সদর মহকুমা প্রশাসনের উদ্যোগে বুধবার মহারাজগঞ্জ বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চালায় অভিযান চালায়। বিভিন্ন ব্র্যান্ডের আসল সামগ্রীর সাথে মেয়াদ উত্তীর্ণ এবং ভেজাল সামগ্রী মেশানোর ঘটনা হাতেনাতে ধরে ফেলেন অভিযান কারীরা। লিগ্যাল মেট্রোলজিক্যাল দপ্তরের এক আধিকারিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোন ধরনের লাইসেন্স ছাড়া এভাবে প্যাকেটিং করা যায় না। আসল পণ্যের প্যাকেটে যে পণ্য রয়েছে সেই পণ্যের প্যাকেট খুলে রিপ্যাকেট করতে হলে লাইসেন্সের প্রয়োজন। কিন্তু ব্যবসায়ীর কাছে এমন কোন লাইসেন্স নেই। তাই সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তিনি।
0 মন্তব্যসমূহ