Advertisement

Responsive Advertisement

CAU এর হোম সায়েন্স অ্যাসোসিয়েশনের ৩৫তম দ্বিবার্ষিক সম্মেলন চলছে

আগরতলা, ১৭ জানুয়ারী: মনিপুর রাজ্যের রাজধানী ইম্ফলস্থিত সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির(CAU) ভারতের হোম সায়েন্স অ্যাসোসিয়েশনের তুরা শাখার ৩৫ তম দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে ১৭ জানুয়ারি এবং তা চলবে ১৯ জানুয়ারী পর্যন্ত। "টেকসই উন্নয়নের জন্য হোম এবং কমিউনিটি সায়েন্সে মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ" থিমের উপর আয়োজন করা হয়েছে ২০২৪ এর সম্মেলন। এর উদ্বোধন করেন পশ্চিম গারো পাহাড় লোকসভা কেন্দ্রের সাংসদ আগাথা কে. সঙ্গমা, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসামের রাজ্যসভার সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি কো-চ্যান্সেলর প্রফেসর মনোশী রায় চৌধুরী, কলেজ অফ পোস্ট-গ্রাজুয়েট স্টাডিজ ইন এগ্রিকালচারাল সায়েন্সেস ভাইস প্রেসিডেন্ট HSAI ড. নীলম গ্রেওয়াল। সম্মেলনে সারা দেশ থেকে ৩৫ জন প্রধান বক্তা হিসেবে উপস্থিত রয়েছেন। সেই সঙ্গে প্রায় ২০০জন প্রতিনিধি রয়েছেন। সম্মেলনে প্রায় ১২০টি বিষয়ে বক্তব্য এবং ৮০টি পোস্টার প্রদর্শন করা হবে। সম্মেলনের লক্ষ্য হল অন্তর্ভুক্তিমূলক খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, টেকসই সম্পদ ব্যবস্থাপনা, মানব কল্যাণ এবং সামগ্রিক উন্নয়ন, টেকসই টেক্সটাইলের দিকে এবং সৃজনশীল সম্প্রসারণ পদ্ধতির মতো থিমগুলির উপর আলোচনা ও এর জন্য একটি ভিত্তি প্রদান করা।
সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির অংশ হিসেবে আগরতলার পার্শ্ববর্তী লেম্বুছড়া এলাকার কলেজ অফ ফিশারিজের অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রীরা ভার্চুয়ালি এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিল। কলেজ অফ ফিশারিজের ডিন অধ্যাপক এ.বি. প্যাটেলও ইম্ফলস্থিত সেন্ট্রাল এগ্রিকালচারাল ইউনিভার্সিটির উপাচার্য ডঃ অনুপম মিশ্রকে সমর্থন যোগিয়েছেন এই কর্মসূচিকে সফল করার জন্য। 
CAU’s 35th Biennial Conference of the Home Science Association of India Inaugurated

Umiam 17th January, 2024: Central Agricultural University, Imphal is hosting the 35th Biennial Conference of the Home Science Association of India (HSAI Tura Chapter) on the theme "Multidisciplinary Approach in Home and Community Science for Sustainable Development" from January 17th to 19th, 2024. Inauguration of the conference was done by Smt. Agatha K. Sangama Hon’ble Member of Parliament, West Garo Hills, Meghalaya as the Chief Guest and Shri Kamakhya Prasad Tasa, Hon’ble Member of Parliament in Rajya Sabha, Assam, Govt. of India, Prof. Manoshi Roy Choudhary Co- Chancellor, Techno India University, Kolkata and Dr. Neelam Grewal, Vice President (North), HSAI as the Guest of Honour at College of Post–Graduate Studies In Agricultural Sciences, Umiam, Ri – Bhoi District, Meghalaya. The conference will feature technical sessions with 35 lead speakers from across the country. Around 200 delegates have already registered for the event. The program includes approximately 120 oral presentations and 80 poster presentations. The conference aims to provide a platform for discussions and deliberations on themes such as Inclusive Food and Nutrition Security, Sustainable Resource Management, Human Well-being and Holistic Development, Towards Sustainable Textiles, and Creative Extension Approaches. The event also feature an award ceremony for paper presentations, recognizing achievements in categories like Young Scientist Award, Mid-Career Award, and Senior Scientist Award. Dr Jyoti V. Vastrad ,Dean, CCS, Tura gave the welcome address highlighting the presence of participants of 24 state in the conference. Dr Neelam Grewal in her remarks mentioned the need to include Home Science/ Community Science to include in Competitive exam syllabus. Dr Manoshi Roy Chodhury, Co – Chancellor, Techno India University in her remarks talked about how Artificial intelligence can be incorporated into Home Science and about including Home Science course in Techno Indian University. Shri Kamakhya Prasad Tasa, Hon’ble Member of Parliament in Rajya Sabha, Assam, Govt of India spoke about gender equality, gender bias and he also expressed how the research conducted should be put into practical to maximise the utility. He promised to help in conveying the findings of the Home sciences to the central government and state government so further goals can be achieved. Book of Abstract and HSAI Publications were released during the inaugural ceremony. The Chief Guest Agatha K. Sangma addressed the dignitarires, expressed how the women have direct impact in making a better planet and how the conference deals with sustainable community. In her speech, she remembered the contribution of late P.A. Sangma, Former MP in establishing the College of Community Science, Tura, Meghalaya. Presidential remark was given by Dr Anupam Mishra, Vice Chancellor, CAU, Imphal, highlighted the importance of Home science, in many fields including entrepreneurship and health related knowledge and how it will impact the generations to come. Dr. D, Thakura, Dean CPGS- AS, Umiam proposed the vote of thanks extending his gratitude to all the dignitaries and congregation present.
As a constituent college of CAU (Imphal), the College of Fisheries, CAU (Imphal), Lembucherra, Tripura India along with its staff and students virtually participated in the inaugural programme and Prof. A. B. Patel, Dean of the college acknowledged the support and guidance of Dr. Anupam Mishra, Hon'ble Vice Chancellor CAU (Imphal) and president of the function for the success of the event.



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ