অয়ন নাগ, ধর্মনগর, ১৯ফেব্রুয়ারী : রাস্তার পাশে পড়ে থাকা ব্যাগ থেকে পাওয়া গেল আইফোন, বাংলাদেশী টাকা এবং কিছু ইউরো। উত্তর জেলার ধর্মনগরের দিগলবাগ এলাকায় রাস্তার পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্বপন নাথ নামের এক ব্যক্তি। সঙ্গে সঙ্গে তিনি ব্যাগটি ধর্মনগর থানায় জমা করেন। ব্যাগ খুলে দেখা যায় এরমধ্যে আইফোন, বাংলাদেশী টাকা এবং কিছু ইউরো রয়েছে। যে জায়গায় ব্যক্তি পাওয়া যায় সেখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্তের কাস্টম গেট। ধারণা করা হচ্ছে কোন বাংলাদেশী ব্যক্তি যাওয়ার বা আসার পথে কোনভাবে ব্যাগটি পড়ে গিয়েছে। তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি থানায় এসে ব্যক্তির খোঁজ নেয়নি বলেও জানিয়েছেন এক পুলিশ কর্মী।
0 মন্তব্যসমূহ