Advertisement

Responsive Advertisement

টিএসইসিএল ফাইন্যান্স এন্ড আদার্স এমপ্লয়িজ এসোসিয়েশনের উদ্যোগে রক্তদান শিবির


আগরতলা, ১০ফেব্রুয়ারী : রাজ্যের বিদ্যুৎ উৎপাদন এবং বন্টন গাড়ি সংস্থার কর্মী ইউনিয়ন টিএসইসিএল ফাইন্যান্স এন্ড আদার্স এমপ্লয়িজ এসোসিয়েশনের উদ্যোগে শনিবার রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এই শিবিরে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী রতন লাল নাথ। যারা এই শিবিরের আয়োজন করে তাদের এবং যারা শিবিরে রক্তদান করেছে তাদের সকলকেই অভিনন্দন জানিয়েছেন মন্ত্রী। সেই সঙ্গে মন্ত্রী রতন লাল নাথ বলেন, বেশ কয়েক বছর ধরে রাজ্যে উৎসবের মেজাজে চলছে রক্তদান শিবির। অন্যান্য রাজ্যের তুলনায় রক্তদানের দিক দিয়ে ত্রিপুরা অনেকটাই এগিয়ে।
রক্তদান শিবিরে বিদ্যুৎ দুই পাশাপাশি উপস্থিত ছিলেন দপ্তরের সেক্রেটারি, এমডিসহ অন্যান্যরা। রক্তদান শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে বসে আঁকো প্রতিযোগিতার বিজয়ী কচিকাঁচাদের মধ্যে পুরস্কার তুলে দেওয়া হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রক্তদান শিবির ঘুরে দেখেন উপস্থিত অতিথিরা। কথা বলেন রক্তদাতা দের সঙ্গে।








একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ