আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : দক্ষিণ জেলার বিলোনিয়ার মুহুরিপুর এলাকায় কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে গুরুতর আহত হন গোপাল পাল নামে বিদ্যুৎ নিগমের এক কর্মী। বর্তমানে সে আগরতলার জি বি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। আহত গোপালকে দেখতে শনিবার জিবি হাসপাতালে গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন কর্মীকে দেখেন মন্ত্রী ও তার চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন। তাকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় প্রচেষ্টা নেওয়া হয়েছে দপ্তর থেকে। আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে। শনিবারই তার একটি অস্ত্রপচার হওয়ার কথা ছিল। কিন্তু প্রয়োজনীয় রক্তের অভাবে তা হয়নি। তবে এই ব্যাপারে বিদ্যুৎ কর্মীরা উদ্যোগ গ্রহণ করেছেন। আহত বিদ্যুৎ কর্মীর পাশে দপ্তর থাকবে বলেও এদিন জানান মন্ত্রী।
0 মন্তব্যসমূহ