Advertisement

Responsive Advertisement

কলকাতা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার

অয়ন নাগ, ধৰ্মনগর, ১৬ফেব্রুয়ারী : ট্রেন থেকে দাবি হীন টাকার ব্যাগ উদ্ধারের তিনদিন পর তা গুনে দেখলো আর পি এফ। গত বুধবার সরস্বতী পূজার দিন শিয়ালদা থেকে আগরতলাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুপুর ২টা ৪০ মিনিট নাগাদ ধর্মনগর রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ায়। ট্রেনে বি ওয়ান কামরার বাথরুমের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি টাকার ব্যাগ দেখতে পান রেল কর্মী মনোজ শর্মা। কিন্তু এই টাকার কোন মালিক পাওয়া যায়নি। এই ব্যক্তি তিন দিন ধরে ধর্মনগর রেল স্টেশনের আরপিএফ থানায় রাখা ছিল। অবশেষে শুক্রবার মেশিনের মাধ্যমে টাকা গোনা হয় সবগুলি ৫০০ টাকা এবং ২০০ টাকার নোট ছিল। গুনে দেখা যায় ব্যাগে মোট ৬৬লক্ষ ৫৭হাজার টাকা রয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন ধর্মনগর আরপিএফ থানার ওসি ধনঞ্জয় বর্মন।  
 তবে রেলের বাথরুমের পাশে এত পরিমান টাকা কে বা কারা রেখে গেল কেনই বা রেখে গেল তার কোন হদিস পাওয়া যাচ্ছে না। হঠাৎ করে এত নগদ টাকা উদ্ধারের ঘটনায় ধর্মনগর জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তবে এই টাকা উদ্ধারের পর প্রশ্ন উঠতে শুরু করেছে আরপিএফ আইনীয় প্রক্রিয়া নিয়ে। তারা যখন টাকাগুলো গুনে দেখে তখন ম্যাজিস্ট্রিকিয়াল অফিসার উপস্থিত ছিলেন না বলে অভিযোগ। এমনকি টাকার ব্যাগটি পাওয়ার পর আরপিএফ কেন এটিকে সিল করে রাখেনি, তা নিয়েও উঠছে প্রশ্ন। তাছাড়া আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করতে কেনই বা এত সময় লাগালো এবং সংবাদমাধ্যমকে কেন এত দেরিতে জানানো হলো তা নিয়ে বিভিন্ন মহলে গুঞ্জন সৃষ্টি হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ