শুক্রবার একই দিনে একাধিক সাংগঠনিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি
ফেব্রুয়ারী ০২, ২০২৪
আগরতলা, ২ ফেব্রুয়ারী : লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ কংগ্রেস ইতিমধ্যে ময়দানে নেমে পড়েছে। সংগঠনের হারানো মাটি ফিরে পেতে আবার কাজ শুরু করে দিয়েছেন প্রদেশ নেতৃত্ব। এর প্রেক্ষিতে শুক্রবার ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা একাধিক জায়গায়দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করেন। এদিন শান্তির বাজার ব্লক কংগ্রেসের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা, বিলোনিয়া জেলা কংগ্রেস সভাপতি মৃদুল পাটারী, প্রাক্তন মন্ত্রী মনিন্দ্র রিয়াং, ব্লক কংগ্রেস সভাপতি সহ অন্যান্য স্থানীয় নেতৃত্বগণ। পাশাপাশি এদিন বাগমা ব্লক কংগ্রেস ভবনে নেতৃত্বদের নিয়ে জরুরী বৈঠক হয়। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, মহিলা কংগ্রেস রাজ্য কমিটির সদস্যা মনিকা দেবনাথ প্রমুখ।
0 মন্তব্যসমূহ