Advertisement

Responsive Advertisement

আবারো ট্রেন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার সেইসঙ্গে আটক তিনজন

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : আবারো ট্রেন থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার। এবারও সেই কলকাতা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে টাকাগুলি উদ্ধার হয়েছে। এবার মোট ৯ লক্ষ ৫৬ হাজার টাকা উদ্ধার হয়েছে। সেই সঙ্গে সন্দেহভাজন এক ১ জন পুরুষ এবং ২ মহিলাকে আটক করা হয়েছে। তারা তিন জনেই মহারাষ্ট্রের বাসিন্দা বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন আগরতলা জিআরপি থানার সেকেন্ড অফিসার ওয়াইদুর রহমান। এই তিনজনের নাম যথাক্রমে সীমা সিন্ডে, সুদেব বাঘমারে এবং কৃষ্ণা বাঘমারে। তিনি আরো জানান এদিন সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস আগরতলা স্টেশন থেকে ছাড়ার আগে জিআরপি এবং আরপিএফ এর রুটিন তল্লাশির সময় টাকা সহ অভিযুক্তদের আটক করা হয়েছে। সবকটাই ভারতীয় ৫০০ টাকার নোটের বান্ডিল। টাকাগুলো আয়কর দপ্তরের হাতে তুলে দেওয়া হবে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলেও জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ