আগরতলা, ৬ ফেব্রুয়ারী: ২১ফেব্রুয়ারি থেকে আগরতলার হাঁপানিয়ার আন্তর্জাতিক মেলা প্রাঙ্গনে শুরু হবে ৪২তম বইমেলা। এই মেলাকে কেন্দ্র করে মঙ্গলবার আগরতলার পুর নিগমের কনফারেন্স হলে স্টিয়ারিং কমিটির সদস্যয়েদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বইমেলা কমিটির চেয়ারম্যান তথা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য সহ স্টিয়ারিং কমিটির অন্যান্য সদস্যরা।
৪২তম বইমেলার গুরুত্বপূর্ণ বৈঠকের শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা বইমেলার কমিটির চেয়ারম্যান পুর নিগমের মেয়র দীপক মজুমদার বলেন, একুশে ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ৪২তম বইমেলা, এই বই মেলাতে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ পাশাপাশি অন্যান্য রাজ্য থেকে যে সমস্ত প্রকাশক ও বিক্রেতারা আসবেন তাদেরকে জন্য সুবন্দোবস্ত করা এবং গতবারের বইমেলায় কি কি খামতি রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। যাতে গতবছরের ত্রুটি গুলি কাটিয়ে উঠা যায়। ইত্যাদি নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে আলোচনা করা হয় বলে জানান তিনি।
0 মন্তব্যসমূহ