আগরতলা, ২৯ফেব্রুয়ারী : শুক্রবার থেকে শুরু হচ্ছে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। অধিবেশনের প্রথম দিন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বাজেট পেশ করবেন। এই অধিবেশন সম্পর্কিত এবং রাজ্যের উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রীর পৌরহিত্যে বৃহস্পতিবার বিকালে এক বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে বিধায়ক ও মন্ত্রীদের নিয়ে আয়োজিত হয় বৈঠক। পাশাপাশি এই বৈঠকে উপস্থিত ছিলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। এদিনের এই বৈঠকে প্রায় সব মন্ত্রী এবং বিজেপি বিধায়করা উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ