Advertisement

Responsive Advertisement

১৫০ বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ জেলা পুলিশের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ২ফেব্রুয়ারী : ত্রিপুরা পুলিশের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে শুক্রবার দক্ষিণ জেলা পুলিশের উদ্যোগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে শান্তিরবাজার ট্রাইজংশান এলাকা থেকে শান্তিরবাজার থানা পর্যন্ত এক দৌড় প্রতিযোগীতার আয়োজন করা হয়। আজকের এই প্রতিযোগীতায় ত্রিপুরা পুলিশের বিভিন্নন স্তরের কর্মীদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশ গ্রহন করে। দৌড় প্রতিযোগীতায় উপস্থিত ছিলেন দক্ষিন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোরিও কৃষ্ণ চন্দ্রশেখর, শান্তিরবাজার পুরপরিষদের চেয়ারপার্সন সপ্না বৈদ্য, ভাইসচেয়ারম্যান সত্যব্রত সাহা , শান্তিরবাজার থানার ওসি সঞ্জিত লষ্কর, জয়ন্ত দাসসহ অন্যান্যরা।
অপরদিকে জেলার বাইখোড়া থানার উদ্যোগে পৃথক ভাবে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই দৌড় প্রতিযোগিতায় দূরত্ব ছিল ৫ কিলোমিটার। প্রতিযোগীতা শেষে পুরুষ ও মহিলাদের মধ্যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।‌ শান্তির বাজারে দৌড় প্রতিযোগিতায় পুরুষদের মধ্যে প্রথম স্থান অর্জন করে দ্বীপজয় ভৌমিক, দ্বীতিয় স্থান অর্জন করে সুমন হালদার ও তৃতীয় স্থান অর্জন করে রিনকালাম রিয়াং। অপরদিকে মহিলাদের মধ্যে প্রথম স্থান অর্জন করে বকুল মজুমদার, দ্বীতিয় স্থান অর্জন করে চিত্রলক্ষী জমাতিয়া ও তৃতীয় স্থান অর্জন করে শকুন্তলা চাকমা। ত্রিপুরা পুলিশের উদ্যেগে আয়োজিত আজকের এই প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ