আবারো ত্রিপুরায় ধরা পড়লো অবৈধ ভাবে ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশকারী ৩জন বাংলাদেশী। মঙ্গলবার রাতে তাদের উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তথা জিআরপি। এই তিন জনের মধ্যে ২জন মহিলা ও একটি শিশু রয়েছে। তাদের নাম যথাক্রমে সালমা বেগম(২৩) এবং তাহিরা বেগম(৪২)।তাদের বাড়ী বাংলাদেশের বসিরহাট জেলার অন্তর্গত মৌলভীগঞ্জ থানার আমতলী গ্রামে। এদিন রাতেই জিআরপি তাদের ধর্মনগর থানার হাতে হস্তান্তর করে।
0 মন্তব্যসমূহ