Advertisement

Responsive Advertisement

দুই মহিলা এক শিশু সহ তিন বাংলাদেশী অনুপ্রবেশকারী আটক ধর্মনগরে


অয়ন নাগ, ধর্মনগর, ৬ ফেব্রুয়ারী : ভারতীয় ভূখন্ডকে সুরক্ষিত রাখার জন্য কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করে সীমান্তে দেওয়া হয়েছে কাঁটাতারের বেড়া দিয়েছে। সেই বেড়া এখনো আছে, সীমান্তে নিরাপত্তার দায়িত্বের জন্য রয়েছে বিএসএফ। কিন্তু তারপরেও অবাধে অনুপ্রবেশকারীরা ত্রিপুরার বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করছে। কিন্তু এইসব অনুপ্রবেশের কোন খবর নেই বিএসএফের কাছে। অথচ পুলিশ রাজ্যের ভেতর থেকে ধরছে এইসব অনুপ্রবেশকারীদের। 
আবারো ত্রিপুরায় ধরা পড়লো অবৈধ ভাবে ভারতীয় ভূখন্ডে অনুপ্রবেশকারী ৩জন বাংলাদেশী। মঙ্গলবার রাতে তাদের উত্তর জেলার ধর্মনগর রেলওয়ে স্টেশন থেকে আটক করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ তথা জিআরপি। এই তিন জনের মধ্যে ২জন মহিলা ও একটি শিশু রয়েছে। তাদের নাম যথাক্রমে সালমা বেগম(২৩) এবং তাহিরা বেগম(৪২)।তাদের বাড়ী বাংলাদেশের বসিরহাট জেলার অন্তর্গত মৌলভীগঞ্জ থানার আমতলী গ্রামে। এদিন রাতেই জিআরপি তাদের ধর্মনগর থানার হাতে হস্তান্তর করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ