আগরতলা, ১৯ফেব্রুয়ারী: গভীর জঙ্গল থেকে এক ব্যক্তির পচা-গলা মৃতদেহ উদ্ধারকে ঘিরে চঞ্চল্য সৃষ্টি হয় বোধজংনগর এলাকায়। সোমবার দুপুর বেলা এই মৃতদেহটি উদ্ধার হয় পশ্চিম জেলার অন্তর্গত বোধজংনগর থানাধীন কান্তা কোবরা এলাকা থেকে। খবর পেয়ে ঘটনার স্থলে পৌঁছায় বোধজংনগর থানার পুলিশ। মৃতদেহের পাশে জুতা এবং টুপি পড়ে রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। আত্মহত্যা, খুন না অন্য কোন কারণে মৃত্যু হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ। ময়না তদন্তের পর আসল কারণ জানা যাবে বলে ধারণা করা হচ্ছে। মৃতের পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ'র প্রায় ৮০শতাংশ পঁচে গিয়েছে। ধারণা করা হচ্ছে ২০ থেকে ২৪বছর বয়স হতে পারে, যে অবস্থায় রয়েছে তাতে মৃতদেহ সনাক্ত করা সম্ভব নয়। তার প্যান্টের পকেটে ড্রাগস্ এর কৌটা জাতিয় কিছু পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। মৃতের শরীর গলে চেহারা নষ্ট হয়ে গিয়েছে, দুর্গন্ধ ছড়াচ্ছে। তাই বেশ কয়েক দিন ধরে মৃতদেহ পড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। শরীরের কাপড় দেখে পুরুষের দেহ বলে সনাক্ত করা হয়েছে। স্থানীয় লোকজন এসেও চিনতে পারেননি। এলাকার কেউ নিখোঁজ আছে কি তা জানার চেষ্টা করছে। অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
0 মন্তব্যসমূহ