নিজে দাঁড়িয়ে থেকে চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনার কার্ড করে দিলেন কর্পোরেটর সান্তনা
আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : রাজ্যের সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা চালু করেছেন। এই প্রকল্পে নিজেদের নাম নথিভুক্ত করতে এখন আগরতলা পুর নিগমের বিভিন্ন ওয়ার্ড সহ বিভিন্ন অফিসে সাধারণ মানুষ ভিড় করছেন।
এই কাজে পিছিয়ে নেই আগরতলা পুর নিগমের ১২নম্বর ওয়ার্ডও। চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করার জন্য প্রতিদিন কয়েকশ মানুষ ভিড় করছেন ওয়ার্ড অফিসে। লাইনে দাঁড়িয়ে তারা কার্ডে নাম তোলছেন। ওয়ার্ডের কর্পোরেট সান্তনা সাহা নিজে ওয়ার্ড অফিসে দাঁড়িয়ে থেকে মানুষের সহযোগিতা করছেন। সেই সঙ্গে অন্য কোন সমস্যা আছে কি না জানার চেষ্টা করেন। এমন সুবিধা পেয়ে কর্পোরেট সান্তনা সাহাকে ধন্যবাদ জানান।
0 মন্তব্যসমূহ