Advertisement

Responsive Advertisement

এম বি টিলার বাজারের সেডের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিলেন মেয়র


আগরতলা, ৫ ফেব্রুয়ারী : রাজধানীর এম বি টিলা বাজারের শেষ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার জন্য বেসরকারি নির্মাণ সংস্থাকে করা বার্তা দিলেন মেয়র দীপক মজুমদার। সময় মত কাজ শেষ না করতে পারলে অন্যন নির্মাণ সংস্থাকে বরাত দিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি। 
আগরতলা পুর নিগমের নতুন বোর্ড গঠিত হওয়ার পর শহরের পরিকাঠামো উন্নয়ন সহ নাগরিক সুবিধার দিকে ব্যাপক গুরুত্ব দেওয়া হয়েছে। তাই প্রতিটি ওয়ার্ডের পরিষ্কার পরিচ্ছন্ন তা থেকে শুরু করে রাস্তাঘাট ড্রেন এবং নিকাশি নালার সংস্কার, পানীয় জলের ব্যবস্থা রাস্তার আলোর ব্যবস্থাকে প্রতি দিনই উন্নত করা হচ্ছে। সেই সঙ্গে আগরতলা শহরের বাজার গুলোর পরিকাঠামো উন্নয়নের জন্য বিভিন্ন শেড সংস্কার করা হচ্ছে পাশাপাশি নতুন নতুন সেড এবং মার্কেট স্টল নির্মাণ করা হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর এম বি টিলা বাজারের ব্যবসায়ীদের সুবিধার কথা চিন্তা করে সেড নির্মাণ করা হচ্ছে। এই নির্মাণ কাজ কেমন চলছে তা সরে জমিনের খতিয়ে দেখার জন্য সোমবার পরিদর্শনে গেলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এদিন তার সঙ্গে জোনাল চেয়ারম্যান কর্পোরেটর ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা ছিলেন। যে সংস্থাটি এই নির্মাণ কাজের সঙ্গে জড়িত তাদের অধিকারীদেরকেও এদিন ডেকে নিয়ে আসা হয়। স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষ এবং পুর নিগমের আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি জানান উন্নয়নমূলক কাজটি যে গতিতে হওয়ার কথা ছিল সেই গতির চেয়ে অনেক কম গতিতে হচ্ছে। ফলে কাজটি শেষ করতে অনেক সময় লাগবে। তাই এদিন নির্মাণ সংস্থারকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে দ্রুত কাজ শেষ করার জন্য। যদি তারা সময় মত কাজ শেষ না করতে পারে তাহলে বিকল্প চিন্তা হিসেবে অন্য কোন সংস্থাকে দিয়ে কাজ করাতে বাধ্য হবেন বলে স্পষ্ট জানিয়ে দেন মেয়র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ