আগরতলা, ২৫ ফেব্রুয়ারী: রবিবার অনুষ্ঠিত হয় প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর ১১০ তম মন কি বাত। দেশের বিভিন্ন জায়গার সঙ্গে রাজ্যের বিজেপি কার্যকর্তা থেকে শুরু করে সাধারণ মানুষ উৎসাহের সঙ্গেপ্রধানমন্ত্রীর আলোচনা শুনেন। দলের অন্যান্য কার্যকর্তার সঙ্গে ৭ নং রামনগর বিধানসভা কেন্দ্রের ২১ নং বুথে বসে মন কি বাত অনুষ্ঠান শুনেন। অনুষ্ঠান শুরুর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন এবং প্রাক্তন নেতাদের পথিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন প্রদেশ সভাপতিসহ উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ। এদিন মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য প্রচুরসংখ্যক কার্যকর্তা এবং সাধারণ মানুষ শামিল হয়ে ছিলেন। অনুষ্ঠান শোনার পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে প্রদেশ সভাপতি বলেন, সমাজকে আরো উন্নত করে তোলার জন্য, সমাজের প্রতিটি মানুষের আর্থিক অবস্থার উন্নতির জন্য সরকার যে সকল প্রকল্প নিয়ে এসেছে তা ব্যাপক অংশের মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য সকলে যাতে কাজ করে এই আহ্বান রাখে।
প্রতিটি মন কি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি সমাজের কল্যাণের জন্য নানা গুরুত্বপূর্ণ কথা বলে থাকেন। বিশেষ করে সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষকে কি করে উন্নতির শিখরে নিয়ে যাওয়া যায়। বর্তমান সরকার মানুষের কল্যাণের জন্য নানা জনমুখী প্রকল্প নিয়েছে এই প্রকল্প গুলি থেকে কি করে মানুষ আর্থিকভাবে লাভবান হতে পারে ইত্যাদি বিষয় নিয়েও কথা বলে থাকেন প্রধানমন্ত্রী। সমাজের বিভিন্ন স্তরের মানুষ যাতে নিজের উন্নয়নের পাশাপাশি সমাজের অন্যান্য অংশের মানুষের জন্য কাজ করে। এমনকি ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করার জন্য বিভিন্ন সময় নানা বিষয়ে কথা বলে থাকেন। সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর এই মন কি বাত অনুষ্ঠান শোনার জন্য আগ্রহে থাকেন।
0 মন্তব্যসমূহ