Advertisement

Responsive Advertisement

বিজেপির উদ্যোগে জোলাইবাড়ীর ঠাকুরছড়া এলাকায় গ্রাম চলো অভিযান অনুষ্ঠিত


বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১৬ ফেব্রুয়ারী : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে দেশ ব্যাপি বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি। এই কর্মসূচীর নাম দেওয়া হয়েছে গ্রাম চলো অভিযান। এই অভিযানের মাধ্যমে লোকজনদের বাড়ী বাড়ী গিয়ে কেন্দ্রীয় সরকার মানুষের উন্নয়নের স্বার্থে কি কি কর্মসূচী বাস্তবায়িত করেছে তা তুলে ধরা হচ্ছে। শুক্রবার জোলাইবাড়ী বিধানসভা কেন্দ্রের ঠাকুরছড়া এলাকায় গ্রাম চলো অভিযানের আয়োজন করা হয়। এই অভিযানে উপস্থিত ছিলেন গ্রাম চলো অভিযানের দক্ষিন পিলাক জেলার কনভেনার বিকাশ বৈদ্য, জোলাইবাড়ী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান তাপস দত্ত, জনজাতি মোর্চার প্রদেশ কিমিটির সদস্য আনন্দরাম ত্রিপুরা, বিজেপির দক্ষিন পিলাক জেলার আই টি ইজচার্জ শায়ন বৈদ্য সহ অন্যান্যরা। 
এই অভিযানে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়। অভিযানে লোকজনেরা নিজস্ব মতামত জনপ্রতিনিধিদের নিকট তুলে ধরেন। সকলে পুনরায় নরেন্দ্র মোদীকে ভারতের প্রধানমন্ত্রী হিসাবে চাইছেন। এই অভিযানে জনতার উপস্থিতি আসন্ন লোকসভা নির্বাচনের চিত্র ফুঁটে উঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ