Advertisement

Responsive Advertisement

কংগ্রেস ছাড়লেন আরো ২০ জন নেতা কর্মী, নাম না করে বিজেপিতে যাওয়ার ইঙ্গিত দিলেন তারা

 আগরতলা, ২৭ ফেব্রুয়ারী : এযেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দল ছাড়ার প্রতিযোগিতা। প্রায় প্রতিদিনই রাজ্যের কোথাও না কোথাও প্রদেশ কংগ্রেস ছেড়ে অন্য দলের সামিল হচ্ছেন নেতা-কর্মীরা। মঙ্গলবার দিনও কংগ্রেস ছাড়া আর ঘোষণা দিলেন ২০জন নেতা-কর্মী। এদিন তারা অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে তাদের দলতে আগের চিঠি পাঠিয়ে আগরতলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে সিদ্ধান্তের কথা জানান। এদিনের এই দলকে আগে দের মধ্যে রয়েছেন কংগ্রেসের মাইনরিটি ডিপার্টমেন্টের চেয়ারম্যান জয়দুল হোসেন, রতন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। তাদের বেশির ভাগই দীর্ঘ বছরের কংগ্রেস কর্মী। আগেও যখন দল কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন তারা দলকে ধরে রেখে ছিলেন। কিন্তু কি এমন হলো যে তারা দল ছাড়তে বাধ্য হলেন, এই প্রশ্নের উত্তরের জয়দুল হোসেন সংবাদ মাধ্যমকে বলেন বর্তমানে প্রদেশ কংগ্রেসের যে সভাপতি রয়েছেন তিনি সম্পূর্ণ রূপে অযোগ্য। যার ফলে দলের এই অবস্থা। নেতৃবৃন্দ নানা দুর্নীতিতে ব্যস্ত। সেই সঙ্গে তিনি আরো বলেন বর্তমানে কংগ্রেস দলের ত্রিপুরা রাজ্যের তিনজন বিধায়ক রয়েছেন। নির্বাচনের পর এই তিনজন বিধায়ককে কেউ কি কখনো এক সঙ্গে দেখেছেন। অন্য দলের যোগদান প্রসঙ্গে সাংবাদিকরা জিজ্ঞাসা করলে তিনি জানান যেহেতু তারা রাজনীতি করেন নিশ্চয় কোন একটি সিদ্ধান্ত নেবেন। তবে তারা ইঙ্গিত দিয়ে রাখেন যদি অন্য কোন দলে যান তাহলে সেটা হবে জাতীয় দল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ