আগরতলা : রাজ্যের শ্রমিক শিক্ষক কর্মচারীদের স্বার্থ সম্বলিত ২০ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার ডেপুটেশন দিল ভারতীয় মজদুর সংঘের পশ্চিম জেলা কমিটি। এদিন রাজধানীর পশ্চিম জেলাশাসকের অফিসে গিয়ে তাদের দাবি সনদ তুলে দেয়। এই দাবিগুলোর মধ্যে রয়েছে, রাজ্য পরিবহন শ্রমিক কল্যাণ বোর্ড গঠন করতে হবে, যানবাহনের জ্বালানির উপর রাজ্য সরকারের ট্যাকচার ৫০ শতাংশ ছাড় দিতে হবে, বীমার পরিমাণে ৫০ শতাংশ হ্রাস করতে হবে। নির্বাচনী কাজ, আইন-শৃঙ্খলা রক্ষার কাজ সহ সরকারি কাজে ব্যবহৃত যানবাহনের বকেয়া বিল দ্রুত মিটিয়ে দিতে হবে, রাজ্য সরকারের অধীনে কর্মরত পার্ট টাইম ওয়ার্কারদের নিয়মিত কর্মচারীদের মত বেতন প্রদান করতে হবে। রাজ্য সরকারি কর্মচারীদের অবসরকালীন গ্রেচুয়িটির পরিমাণ কেন্দ্র সরকারের মতো কুড়ি লক্ষ টাকা করতে হবে ইত্যাদি।
0 মন্তব্যসমূহ