আগরতলা, ২৯ফেব্রুয়ারী : বৃহস্পতিবার বিশালগড়ের চাম্পামুড়া রেল ক্রসিংএ এক ব্যক্তির মুণ্ডহীন দেহ দেখতে পায় এলাকার লোকজন। তারা সাথে সাথেই বিষয়টি বিশালগড় থানায় জানান। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দেহের পোশাক দেখে মৃত ব্যক্তিকে সনাক্ত করেন পরিবারের লোকজন। মৃতের নাম অসিত চক্রবর্তী। বাড়ি চাম্পামুড়া এলাকায়। বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো প্রাত ভ্রমনে বেরিয়েছিলেন ব্যবসায়ী অসিত চক্রবর্তী। আগরতলা থেকে সাব্রুমগামী ট্রেনে কাটা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। পরে সেখানে খোঁজাখুঁজি করে মুণ্ডটিরও হদিশ পায় পুলিশ। তবে যে জায়গায় পড়েছিল অসিতের দেহ, সেই জায়গায় অত্যন্ত সক্রিয় ছিনতাইবাজ চক্র। ফলে ঘটনার পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখছে পুলিশ।
0 মন্তব্যসমূহ