অয়ন নাগ, ধর্মনগর: ৩ ফেব্রুয়ারী : শ্লীলতাহানির অভিযোগের গৃহেশিক্ষক শ্রীঘরে। ঘটনা উত্তর জেলার ধর্মনগরে পদ্মপুর এলাকায় রাধারমন আশ্রম সংলগ্ন এলাকায়। অঙ্কিত গিরি নামে বয়স ২৭ বছর বয়সী গৃহশিক্ষক নবম থেকে একটি ছাত্রীকে পড়াচ্ছে। অঙ্কিত কখনো তার নিজ ঘরে কখনো ছাত্রীর বাড়িতে গিয়ে পড়ায়। এখন ছাত্রী একাদশ শ্রেণীতে। কিন্তু ছাত্রীর অভিভাবক লক্ষ্য করছেন প্রায়ই আনমনা অবস্থায় থাকে, পড়াশুনাতে মনোযোগ নেই। এমন অবস্থায় বাবা-মা ছাত্রীকে শিলচর নিয়ে গিয়ে একজন মনোবিদ দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষা করে মনোবিদ জানান অন্য কোন কারণ রয়েছে। তারপর থেকে ছাত্রীর মা, ছাত্রীর উপর অতিরিক্ত নজর রাখতে শুরু করে। দুই দিন আগে ছাত্রীর মা ছাত্রীর এবং গৃহ শিক্ষকের বেশ কিছু কুরুচিপূর্ণ ভিডিও ও ছবি উদ্ধার করেন। এরপর ছাত্রীর পরিবারের তরফেক গৃহ শিক্ষকের বিরুদ্ধে ধর্মনগর মহিলা থানায় অশ্লীলতাহানি, নাবালিকাকে শারীরিক ও মানসিক ভাবে অত্যাচার করার অভিযোগ এনে মামলা দায়ের করা হয়। এই মামলার প্রেক্ষিতে অবশেষে গৃহ শিক্ষক অঙ্কিত কে গ্রেফতার করে পুলিশ।
0 মন্তব্যসমূহ