অয়ন মজুমদার, ধর্মনগর, ১২ফেব্রুয়ারী : ধর্মনগর মহকুমাধীন এলাকায় নওগাঙে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ চলছে তিপরা মথা ও টিএসএফের উদ্যোগে। সকাল থেকে জাতীয় সড়ক অবরোধ করে দেওয়া হয়েছে। জাতীয় সড়কের যান চলাচল সম্পূর্ণরূপে ব্যহত হচ্ছে সোমবার সকাল থেকে। তিপরা মথা নেতা জয় চুংথাঙ্গা হালাম এবং পঞ্চান্ন ভাগ ভাষা কেন্দ্রের একই দলের বিজিত প্রার্থী কল্পনা সিনহার যৌথ নেতৃত্বে এই অবরোধ চলছে। দলের পক্ষ থেকে বলা হয়েছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকার ইচ্ছে করলেই রোমান হরফে ককবরক ভাষাকে স্বীকৃতি দিতে পারে। ইচ্ছে করে তাদেরকে অর্থাৎ একটি জনজাতিকে তাদের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারা এই অবরোধের মাধ্যমে তাদের অধিকার ছিনিয়ে নেবে। ১৯৬৯ সাল থেকে জনজাতিরা স্বীকৃত হলেও তাদের হরফ কে ইচ্ছে করে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তার বিরুদ্ধে রাজ্যের প্রান্তে প্রান্তে আন্দোলন গড়ে তোলা হচ্ছে। পুলিশ প্রশাসন থেকে শুরু করে কারো সাথে তাদের কোন ধরনের মতবিরোধ নেই এবং তাদের এই অবরোধ শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হচ্ছে। কিন্তু তারা তাদের ন্যায্য দাবি থেকে সরবে না এমনকি তারা তাদের অধিকার পুনরুদ্ধার করে তবেই আন্দোলন থেকে বিরত হবে।
0 মন্তব্যসমূহ