Advertisement

Responsive Advertisement

শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায় দুইটি গাড়ীর সংঘর্ষে আহত তিন

 
 শান্তিরবাজার, ১৪ ফেব্রুয়ারী : বুধবার শান্তিরবাজার ট্রাইজংশন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ এ ৩১৪৫ নাম্বারের অটো গাড়ী এবং টি আর ০২ এম ০৪৬৮ নাম্বারের এক্স ইউ ভি গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। এই দুর্ঘটনায় তিনজন আহত হয় বলে জানা যায়। দুর্ঘটনার খবর পেয়ে শান্তিরবাজার দমকল বাহিনীর কর্মীরা ঘটনা স্থলে উপস্থিত হয়ে আহতদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনা সম্পর্কে জানাতে গিয়ে স্থানীয় লোকজনেরা আরক্ষা প্রসাশনকে দায়ী করছেন।
স্থানীয় লোকজনদের দাবী প্রতিনিয়ত সাধারন লোকজনদেরে হয়ারানির লক্ষ্যে ও অর্থ আদায়ের জন্য শান্তিরবাজার থানার নিচে পুলিশ বাবুরা বসে থাকে। উনাদের মূল লক্ষ্য অর্থ আদায় করা। অথচ দুর্ঘটনা এড়াতে কোনো প্রকার পদক্ষেপ গ্রহন করা হচ্ছে না পুলিশ। শান্তিরবাজার ট্রাইজংশন এলাকা একটি গুরত্বপূর্ন জায়গা। এই রাস্তার চৌমুহুনী দিয়ে আগরতলা সাব্রুম যাতায়তের পাশাপাশি শান্তিরবাজার জেলা হাসপাতালে যাতায়ত করা হয়। বিগত দিনে দুর্ঘটনা এরাতে এই জায়গায় সরকারি অর্থ ব্যায় করে ট্রাফিক সিগনাল বসানো হয়েছিলো যা বর্তমান সময়ে দীর্ঘ অনেক বছর যাবৎ বিকল হয়ে রয়েছে। দুর্ঘটনা এরাতে এই জায়গায় পুলিশের টহলদরি প্রয়োজন বলে মনে করছেন সাধারন লেকজনেরা। পুলিশের টহলদারি থাকলে যান চলাচলের গতি নিয়ন্ত্রন থাকবে এবং সকলে সঠিক দিশায় যাতায়ত করতে পারবে। এইজায়গায় পুলিশ টহলদারি না থাকায় আজকের এই দুর্ঘটনা বলে বলেন সাধারন লোকজনেরা। এখন দেখার বিষয় দুর্ঘটনা এরাতে শান্তিরবাজার থানা কি প্রকার পদক্ষেপ গ্রহনকরে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ