আগরতলা, ৬ ফেব্রুয়ারী : কংগ্রেস নেতারা রাহুল গান্ধী দেশ জুড়ে ন্যায় যাত্রা শুরু করেছেন। এই যাত্রায় শুধু তিনি দেশের আর্থিক সামাজিক ইত্যাদি বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন। পাশাপাশি তিনি মহিলাদের সুরক্ষার বিষয়েও কথা বলছেন। এই অভিমত ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস সভা নেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীর। মঙ্গলবার বিকেলে আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা গুলি বলেন তিনি। রাহুল গান্ধী মহিলাদের ন্যায় পাইয়ে দেওয়ার জন্য লড়াই করছেন। সেই সঙ্গে সর্ব ভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী অনিতা লাম্ভার নির্দেশ অনুসারে ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস প্রতিবাদ কর্মসূচীতে সামিল হচ্ছে। সমগ্র দেশের সঙ্গে রাজ্যেও মহিলারা বিভিন্ন ভাবে নির্যাতিত লাঞ্ছিত হচ্ছে। তাদেরকে সাথে নিয়ে লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে। একই ভাবে আগামী দিনে আন্দোলন করবে মহিলা কংগ্রেস বলে অভিমত ব্যক্ত করেন। এদিনের এই সাংবাদিক সম্মেলনে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
0 মন্তব্যসমূহ