আগরতলা, ২৯ ফেব্রুয়ারী : লোকসভা নির্বাচনকে সামনে রেখে কংগ্রেস দল তাদের শাখা সংগঠন গুলিকে ইতিমধ্যে চাঙ্গা করতে শুরু করেছে। এরই অংশ হিসেবে ৬ মার্চ আগরতলায় ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের এক বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে উপস্থিত থাকবেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের সভা নেত্রী মনীষা লাম্ভা। তিনি পাঁচ মার্চ আগরতলায় আসবেন এবং সেদিন প্রদেশ মহিলা কংগ্রেস জেলা এবং ব্লক মহিলা কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বৈঠক করবেন। সর্বভারতীয় সভানেত্রীর সফরকে কেন্দ্র করে তাই এখন অনেকটাই উজ্জীবিত ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেস। বৃহস্পতিবার ত্রিপুরা প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ চক্রবর্তীর নেতৃত্বে আগরতলায় এক কর্মসূচি অনুষ্ঠিত হয়। মূলত নারীদের অধিকার এবং সুরক্ষা সংক্রান্ত বিষয়গুলিকে সামনে রেখে এদিন কংগ্রেস ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত সংগঠনের সদস্যরা নারী অধিকার এবং সুরক্ষা সম্পর্কিত প্লেকার্ড হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এদিনের এই কর্মসূচি তে প্রদেশ সভানেত্রী সর্বভারতীয় সভানেত্রীর সফরসূচির সম্পর্কে সংবাদ মাধ্যমকে অবগত করেন।
0 মন্তব্যসমূহ