আগরতলা, ৭ ফেব্রুয়ারী : জনগণের প্রত্যাশা পূরণ এবং সমস্যা সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এই লক্ষ্যে "মুখ্যমন্ত্রী সমীপেষু" কার্য্যক্রমে যাতে করে বিভিন্ন জেলা এবং মহকুমা থেকে আরও বেশি মানুষ অতি সহজেই তাদের সমস্যা সরকারের সামনে তুলে ধরতে পারেন এর জন্য আগামী দিনে ভার্চুয়াল মাধ্যমেও এই কার্য্যক্রম পরিচালনার বিষয়ে পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে বুধবার মুখ্যমন্ত্রী জানিয়েছেন।
এদিনও রাজধানী আগরতলার শ্যামাপ্রসাদ মার্গ এলাকার মুখ্যমন্ত্রীর সরকারি বাসভবনে অনুষ্ঠিত এই কার্য্যক্রমের ২৭তম পর্ব। বিভিন্ন প্রান্ত থেকে আগত সাধারণ মানুষের সমস্যার কথা শুনেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। এই কর্মসূচির জন্য সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান।
0 মন্তব্যসমূহ