Advertisement

Responsive Advertisement

রাজ্যে দশ টাকার কয়েন নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে কথা হলো অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের

আগরতলা, ১৩ফেব্রুয়ারী : ত্রিপুরা রাজ্যের বেশিরভাগ জায়গায় দশ টাকার কয়েন লেন দেন করতে অসুবিধে হচ্ছে বলে মানুষের অভিযোগ। বিশেষ করে দেখা যাচ্ছে অনেকেই এই কয়েন গুলো নিতে অনিহা প্রকাশ করেন, এমন কি কিছু কিছু ব্যাংক অনেক সময় দশ টাকার কয়েন লেন দেন করতে অনীহা প্রকাশ করে। 
এই সমস্ত সমস্যা নিয়ে সম্প্রতি রাজ্যের অর্থ মন্ত্রী প্রণজীত সিংহ রায়ের সঙ্গে আলোচনা করে অল ত্রিপুরা মার্চেন্ট এসোসিয়েশনের এক প্রতিনিধি দল। এই প্রতিনিধি দলে ছিলেন সভাপতি তুষার চক্রবর্তী, জেনারেল সেক্রেটারি সুজিত রায়, প্রাণ গোপাল সাহা, অভিজিৎ দেব, অশোক সাহা, জহরলাল বণিক, তপন মালাকার এবং অন্যান্য। অর্থমন্ত্রী এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বস্ত করেন। পাশাপাশি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আগরতলার প্রধান এবং অন্যান্য অধিকারীর সাথে এই ব্যাপারে আলোচনা করা হয়। ওনারাও এই ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করবেন যাতে রাজ্যের সর্বত্র দশ টাকার কয়েন লেন দেন হয়। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সুজিত রায় একথা জানিয়েছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ