আগরতলা, ২৪ ফেব্রুয়ারী : বর্মন গোষ্ঠীর জন্য রাজ্য কংগ্রেস দিন দিন তলনিতে এসে ঠেকছে। যে কারণে প্রতিদিন নেতা কর্মীরা কংগ্রেস ছেড়ে চলে যাচ্ছেন। এই অভিযোগ এক সময়ের কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন NSUI-এর প্রাক্তন প্রদেশ সভাপতি সম্রাট রায়ের। এমনকি বর্মন গোষ্ঠী রাজনীতির নামে বিভিন্ন জনের কাছে দলীয় টিকিট বিক্রি করেটাকা কামাই করছে বলেও অভিযোগ করেন সম্রাট। এই পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে তিনি প্রাথমিক সদস্য পদ ত্যাগ করলেন। তার পদত্যাগ পত্র দলের ভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে পাঠিয়েছেন বলেও জানান। শনিবার আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে পদত্যাগের কথা জানিয়েছেন তিনি। এদিনের সাংবাদিক সম্মেলনে সঙ্গে প্রচুর সংখ্যক তার অনুগামীরাও ছিলেন। তারাও একদিন দল ত্যাগ করার ঘোষণা দেন। এবার ঝাঁকে ঝাঁকে আরও অনেক কংগ্রেস কর্মী দল ছাড়বেন বলেও আগাম জানিয়ে দেন। কংগ্রেস দল ত্যাগ করলেও পরবর্তী গন্তব্য কোন দল তা তিনি এদিন স্পষ্ট বলেননি। তবে যেভাবে তিনি এদিন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং ভিকি প্রাসাদের প্রশংসা করলেন তাতে সহজেই বুঝা যাচ্ছে তার গন্তব্য কোন দিকে। বিশেষ সূত্রের খবর শাসকদলের একাধিক নেতা নেত্রী সঙ্গে দফায় দফায় আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এখন দেখার বিষয় নতুন দলে কোন গুরুত্বপূর্ণ দায়িত্বে তাকে রাখা হয় কিনা।
0 মন্তব্যসমূহ