Advertisement

Responsive Advertisement

প্রদেশ কংগ্রেসের স্ক্রিনিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

আগরতলা, ৭ ফেব্রুয়ারি :  দুদিনের সফরে মঙ্গলবার আগরতলা এলেন এআইসিসি'র তিন সদস্য স্ক্রিনিং কমিটি সদস্য । কমিটির চেয়ারম্যান হিসেবে উপস্থিত ছিলেন রানা কে সি সিং। সঙ্গে ছিলেন জয়বর্ধন সিং, আইবেন ডিসুজা। মূলত দুটি লোকসভা নির্বাচনে সামনে রেখে স্ক্রিনিং কমিটি রাজ্য সফরে এসেছিলেন। মঙ্গলবার বিকাল পাঁচটা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রদেশ কংগ্রেস ভবনে দলীয় নেতৃত্ব ও কর্মীদের সাথে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করেন। লোকসভা নির্বাচনের দুটি আসনের লড়াই সম্পর্কে পরামর্শ নেওয়া হয়।
বুধবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বৈঠকে নেতৃত্বদের সাথে স্ক্রিনিং কমিটির আলোচনা করেন। পাশাপাশি কমিটির উদ্যোগে প্রার্থী চয়নে মতামত গ্রহণ করা হয়। আগামী দিনে কি ভাবে দল এগিয়ে যাবে সে বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। আয়োজিত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন স্ক্রিনিং কমিটির সদস্য জারিতা লাইফ্রাং।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ