Advertisement

Responsive Advertisement

প্রদেশ সভাপতির নেতৃত্বে বনমালীপুর মন্ডলের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত

আগরতলা, ১৩ফেব্রুয়ারী : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বিজেপির ৯নং বনমালী পুর মন্ডল কমিটির উদ্যোগে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, আসাম ও ত্রিপুরা প্রদেশের সংগঠন মহামন্ত্রী রবীন্দ্র রাজুসহ বনমালীপুর মন্ডলের নেতৃত্ব, বনমালী পুর মন্ডলের যুব মোর্চার নেতৃত্ব এবং কার্যকর্তারা। লোকসভা নির্বাচনের আগে কি করে মন্ডলে আরো মজবুত করা যায় এবং বিশেষ করে লোকসভা নির্বাচনে মন্ডলের অন্তর্গত প্রতিটি বুথে যাতে জয় নিশ্চিত করা যায় এই সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সকল স্তরের কার্যকর্তারা এই বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন লোকসভা নির্বাচনে মন্ডলের অন্তর্গত প্রতিটি বুথে বিজেপি প্রার্থীর ভোট বৃদ্ধি করতে হবে, শুধুমাত্র বৃদ্ধিই নয় বিরোধীরা যাতে কোন ভোট না পায় এই দিকে সংগঠনকে আরো শক্তিশালী করার বিষয়ে সকলে অঙ্গীকার করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ