আগরতলা, ৭ ফেব্রুয়ারী : সম্পূর্ণ নতুন এপিক্যাল রুট কাটিং পদ্ধতিতে তৈরী চারা দিয়ে প্রথমবারের মতো রাজ্যের কৃষকদের আলু চাষ করানো হচ্ছে। ফলন খুব ভালো হবে বলে আশা।
এপিক্যাল রুট কাটিং তথা ARC পদ্ধতিতে উৎপাদিত চারা বীজ কৃষকের মাঠে চাষ করা হয়েছে। দক্ষিণ ত্রিপুরা জেলার বাগাফা কৃষি মহকুমার অধীনে বেতাগা এবং আর কে গঞ্জ গ্ৰামপঞ্চায়েতে মোট ২০টি প্লটে ২০কৃষক চাষ করেছেন। লিমা, থার ২, হিমালিনী ও মোহন এই চার জাতের আলু মাঠ গুলিতে চাষ করা হয়েছে। নাগিছড়া এলাকার উদ্যান ও বাগিচা ফসল গবেষণা কেন্দ্রের আধিকারিক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর সুব্রত চৌধুরী এই ২০টি প্লটের মধ্যে ১৮টি প্লট মাঠে গিয়ে পরিদর্শন করেছেন। তিনি জানান ১৮টি প্লটের মধ্যে ১৭টির অবস্থা খুব ভাল। লিমা এবং মোহন জাতের মধ্যে মাত্র ১ জন কৃষকের প্লটে প্রায় ৭শতাংশ লেট ব্লাইটে আক্রান্ত পাওয়া গেছে। তা নিয়ন্ত্রণের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। মোহন ও হিমালিনিতে জাতের ভাল ফলন হয়েছে তাই কৃষকরা খুব খুশি। এদিকে থার ২ এবং লিমা ১০০ দিনের ফসল হতে পারে এবং আশা করা যাচ্ছে ফলন খুব ভালো হবে। আরও ১৫থেকে ২০দিনের অপেক্ষা তারপর ঘরে ফসল উঠবে বলে আশা করছেন চাষিরা। সব মিলিয়ে প্রথমবারেই নতুন পদ্ধতির আলু চারার ফলন ভালো হয়েছে।
0 মন্তব্যসমূহ