Advertisement

Responsive Advertisement

জনগণের কল্যাণে কাজ করছে সরকার, প্রয়াত মাখনলাল সাহার মৃত্যু বার্ষিকীতে রক্তদান শিবিরে মুখ্যমন্ত্রী


আগরতলা, ২ ফেব্রুয়ারি: সকলকে একসঙ্গে নিয়ে রাজ্যের উন্নয়নে কাজ করতে চায় এই সরকার। জনগণের সার্বিক কল্যাণে সঠিক দিশায় কাজ করছে সরকার। উন্নয়নের লক্ষ্যে কাজ করার মন্ত্র আমাদের শিখিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর সব কা সাথ, সবকা বিকাশ কে পাথেয় করে সকল অংশের মানুষের কল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করছে বর্তমান সরকার। শুক্রবার আগরতলার মন্ত্রী বাড়ি রোডস্থিত এম এল প্লাজায় আয়োজিত এক স্বেচ্ছা রক্তদান শিবিরের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী তথা মুখ্যমন্ত্রীর পিতা প্রয়াত মাখন লাল সাহার ২৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দশম বারের মতো এই রক্তদান কর্মসূচির আয়োজন করেন তাঁর পরিবার। 
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, বহু জায়গায় মৃত্যু দিবস বা প্রয়াণ দিবস, বিবাহ বার্ষিকী ও জন্মদিন উপলক্ষে সমাজের জন্য কিছু করার চেষ্টা করেন মানুষ। মানুষ চায় কিছু একটা ভালো কাজ করতে। মানুষ চায় সুখে শান্তিতে থাকতে। শান্তি ও সম্প্রীতি এই দুটো বিষয়ে খুবই গুরুত্ব দিয়েছে বর্তমান রাজ্য সরকার। রাজ্যে জাতি জনজাতি মিশ্র জাতিগোষ্ঠীর মানুষের বসবাস। এই সরকার সকল অংশের মানুষকে নিয়ে একসাথে চলতে চায়, থাকতে চায়। সেই দিশা নিয়ে এগিয়ে চলছে সরকার। অনুষ্ঠানে রক্তদানের প্রাসঙ্গিকতা সম্পর্কেও আলোচনা করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, রক্তদানের মতো মহৎ আর শ্রেষ্ঠ দান অন্যকিছু হতে পারে না। কারণ রক্তের বিকল্প কিছু হতে পারে না। আধুনিক প্রযুক্তির উন্নয়নের দরুণ এখন এক ব্যক্তির রক্ত থেকে চারজন মুমূর্ষু রোগীকে বাঁচানো যায়। এখন রাজ্যে বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠানেও রক্তদানের আয়োজন করা হয়ে থাকে। কারণ মানুষ চায় ভালো কাজ, ভালো পরিবেশ ও ভালো পরিস্থিতি। 
                        অনুষ্ঠানে প্রয়াত পিতার জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী ডাঃ সাহা। তিনি বলেন, প্রয়াত মাখনলাল সাহা ছিলেন একজন অত্যন্ত ধর্ম পরায়ণ ব্যক্তি। বাড়িতে তিনি নিয়মিত চন্ডিপাঠ করতেন। তৎকালিন সময়েও তিনি বহু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন। আগরতলা শহরবাসীর বিনোদনের লক্ষ্যে রূপসী নামে একটি সিনেমা হলও স্থাপন করেছিলেন। সৎভাবে জীবনযাপনের ক্ষেত্রে স্বর্গীয় মাখনলাল সাহা কোন কিছুর সঙ্গে কখনও আপোষ করেননি। তাই বাবার আদর্শ অনুসরণ করে তিনিও রাজ্যের জনগণের কল্যাণে কাজ করার চেষ্টা করছেন।
                        অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, প্রয়াত মাখন লাল সাহার সহধর্মিণী সূর্যবালা সাহা, এম এল প্লাজার কর্নধার রতন সাহা ও বিশিষ্ট সমাজসেবী সঞ্জয় সাহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ। পরে স্বেচ্ছা রক্তদান শিবির ঘুরে দেখে রক্তদাতাদের উৎসাহিত করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিগণ। অনুষ্ঠানে রক্তদানের পাশাপাশি দুঃস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ