অয়ন নাগ, ধর্মনগর : বৃহস্পতিবার ভোর রাতে ধর্মনগর থানার হাতে আটক মহিষ বুঝাই গাড়ি। সেই সঙ্গে আটক করা হয়েছে দুই পাচারকারীকে। তাদেত আনন্দবাজার নাকায় পুলিশ আটক করে। ধৃতদের নাম লোকমান হোসেন ও সোহাগ মিঞা, তাদের বাড়ি উদয়পুরে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ চালাতেই উঠে এসেছে পানিসাগর থানার রামনগর এলাকার লিটন দাস ওরফে নান্টুর নাম। কুখ্যাত এই গোপাচারকারী বিগত বেশ কিছু দিন ধরে পলাতক ছিল বলে খবর। মিজোরাম ও দামছড়া হয়ে বিদেশি গরু মহিষ রাজ্যে নিয়ে আসে অবৈধ ভাবে। পরবর্তীতে সে গুলি পানিসাগরের রামনগরে রেখে সোমামুড়া বক্সনগর বিশালগড়, উদয়পুর ইত্যাদি সীমান্ত দিয়ে বাংলাদেশে পাচার করা হয় বলে অভিযোগ।
0 মন্তব্যসমূহ