Advertisement

Responsive Advertisement

মুখ্যমন্ত্রীর হাত ধরে প্রজ্ঞা ভবনে শুরু হল দুদিন ব্যাপী আন্তর্জাতিক মানের সেমিনার


আগরতলা, ১৬ ফেব্রুয়ারী: রাজধানী আগরতলার বীরচন্দ্র স্টেট সেন্ট্রাল লাইব্রেরী ও রাজা রামমোহন রায় লাইব্রেরি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে দু'দিন ব্যাপী আন্তর্জাতিক সেমিনারের উদ্বোধন হলো শুক্রবার। 'রাজা রামমোহন রায় : ভারতীয় রেনেসাঁর জনক'-শীর্ষক এই সেমিনার চলছে রাজধানীর প্রজ্ঞা ভবনে। সেমিনারের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কলকাতার ন্যাশনাল লাইব্রেরীর ডাইরেক্টর জেনারেল অজয় প্রতাপ সিং, ত্রিপুরা সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের সচিব রাভেল হেমেন্দ্রকুমারসহ অন্যান্যরা।
আন্তর্জাতিক মানের এই সেমিনারে রাজ্যের পাশাপাশি বাংলাদেশ থেকেও বক্তারা এসেছেন।
দুদিনের এই সেমিনারে রাজা রামমোহন রায় সম্পর্কিত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হবে। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা বলেন, অত্যন্ত উন্নত সংস্কৃতির দেশ ভারতবর্ষ। শিক্ষা, সংস্কৃতি, পরম্পরার দিক দিয়ে অত্যন্ত উন্নত। একটা সময় ছাত্র-ছাত্রীরা পড়াশোনার জন্য বিদেশ থেকে ভারতে আসতো। মাঝখানে দেশের ছাত্র-ছাত্রীরা বিদেশে পড়াশোনা করার জন্য গেলেও ভারতের প্রাচীন এই ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে সরকার। আগামী দিনে আগের সেই পুরাতন দিনের মতো ভারত জগত সবার শ্রেষ্ঠ আসন নেবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ