Advertisement

Responsive Advertisement

ছাত্র-ছাত্রীদের হাত ধরে গড়ে উঠবে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা: রাজীব ভট্টাচার্য

আগরতলা, ৫ ফেব্রুয়ারী : রাজধানী আগরতলার টাউন প্রতাপগড় এলাকার রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬০তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সোমবার। এদিনের অনুষ্ঠানের উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা। স্কুলের পতাকা উত্তোলন এবং মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সূচনা করেন উপস্থিত অতিথিরা। এই প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কে নিজের অভিমত ব্যক্ত করতে গিয়ে সমাজসেবী রাজীব ভট্টাচার্য বলেন, খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে। তাই রাজ্যের সবকটি স্কুলে এই ধরনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে, যাতে ছাত্রছাত্রীরা উৎসাহিত হয়। এর অংশ হিসেবে এদিন আগরতলার রাম ঠাকুর পাঠশালা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ৬০ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রীর স্বপ্ন হচ্ছে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলা এবং নেশা মুক্ত সমাজ গড়ে তোলা। এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেছাত্রছাত্রীরা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। সেই সঙ্গে খেলাধুলার মাধ্যমে ছাত্র-ছাত্রীরা নেশা মুক্ত সমাজ গড়ে তোলার ক্ষেত্রে এগিয়ে আসবে। ছাত্র-ছাত্রীদের মনোবল বৃদ্ধি করা এবং তাদের নেশা থেকে দূরে রাখার জন্য খেলাধুলা হচ্ছে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। স্কুলগুলি এই সকল কাজে এগিয়ে আসার জন্য তিনিকর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ