Advertisement

Responsive Advertisement

অবরোধের সমর্থনে সাঁচীরামবাড়ী জাতীয় সড়ক বসে টিআইআইএসএফ

 বিশ্বেশ্বর মজুমদার, শান্তিরবাজার, ১২ ফেব্রুয়ারী : রোমান স্ক্রিপ্টের দাবীতে অনির্দিষ্ট কালের জন্য ত্রিপুরা বন্ধের ডাকদিয়েছে তিপরামথা দলের ছাত্র সংগঠন টি আই এস এফ। এই বন্ধের সমর্থনে সোমবার সকালবেলা থেকে শান্তির বাজার মহকুমার সাঁচীরামবাড়ী এলাকায় আগরতলা সাব্রুম জাতীয়সড়কে অবরোধে বসে টি আই এস এফ এর সদস্যরা ও তিপ্রামথা দলের কর্মী সমর্থকরা। আজকের এই অবোরধের ফলে যানচলাচল স্তব্ধহয়েপরে। যারফলে অসুবিধার সন্মুখিন হতেহচ্ছে সাধারন লোকজনদের।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ