আগরতলা, ৮ ফেব্রুয়ারী: বিপর্যয় মোকাবিলা অথরিটির পশ্চিম জেলা শাখার উদ্যোগে অগ্নিসংযোগ সংক্রান্ত বিপর্যয় এবং তা মোকাবিলার উপর একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আগরতলা টাউন হলে আয়োজিত জেলা ভিত্তিক ভিত্তিক এই প্রশিক্ষণশালায় উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার, রাজ্য বিপর্যয় মোকাবিলা শাখার ডিরেক্টর শরৎ কুমার দাসসহ অন্যান্য আধিকারিকরা।
প্রশিক্ষণ কর্মশালা বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার বলেন, সাধারণ মানুষের সবচেয়ে বেশী বিপর্যয় মূলক ক্ষতি হয় অগ্নিকান্ডের মাধ্যমে। জীবনে সকলে নিজের বা নিজের প্রতিবেশীর অগ্নিকাণ্ডের ক্ষতি হতে দেখেছেন। এই পরিস্থিতিতে সরকারী বিভিন্ন দপ্তরের অধিকারিকদের কাছে মানুষের অনেক প্রত্যাশা থাকে। তবে এক্ষেত্রে অগ্নিনির্বাপক দপ্তর সাধারণ মানুষদেরকে প্রচুর সহায়তা করে থাকে। তারা খুব দ্রুততার সঙ্গে বেশিরভাগ জায়গায় পৌঁছে গিয়ে মানুষদের সহায়তা করে। তবে আগরতলা শহরের কিছু কিছু জায়গায় পরিকাঠামোর অভাব এবং অত্যধিক জনসংখ্যার কারণে দ্রুত অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের পৌঁছাতে অসুবিধা হয়। এই পরিস্থিতিতে বাড়িঘরে অগ্নি নির্বাপক সামগ্রী রাখার আহ্বান করেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন বেশ কিছু প্রতিষ্ঠান রেস্তোরাঁ, শপিং মল ইত্যাদি জায়গায় একাধিক দরজা থাকার কথা থাকলেও অনেকেই এই নীতিমালা মেনে চলছেন না। তাই যেখানে এ ধরনের নীতিমালা লংঘন করতে দেখা যাচ্ছে সেখানে এইসব নিয়ম নীতিগুলো মেনে বিকল্প ব্যবস্থা তৈরি করা হয় এই আহ্বান রাখেন।
0 মন্তব্যসমূহ