আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : রাজ্যে আবারো সড়ক দুর্ঘটনায় মৃত্যু অটো চালকের। শনিবার ঘটনাটি ঘটে রাজধানী আগরতলার মঠ চৌমুহনি এলাকায়। মৃত অটোচালকের নাম শ্যামল রায়। বাড়ি জিবি বাজার এলাকায়। জিবি বাজার এলাকা থেকে যোগেন্দ্র নগর রেল স্টেশনের দিকে যাচ্ছিলেন শ্যামল রায়। ওই সময় মঠচৌমুহনী ট্রাফিক পয়েন্ট এলাকায় কোন একটি গাড়ির সাথে শ্যামল রায়ের গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তাকে উদ্ধার করে সকালেই জিবি হাসপাতালে নিয়ে যান জিবি বাজার স্ট্যান্ডের অন্যান্য সহকর্মীরা। মৃতদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় অটোচালকের পরিবারের পক্ষ থেকে পূর্ব থানায় মামলা দায়ের করা হয়েছে।
0 মন্তব্যসমূহ