Advertisement

Responsive Advertisement

ব্রাউনসুগার নগদ টাকাসহ এক নেশা কারবারিকে আটক করলো পূর্ব আগরতলা থানার পুলিশ



আগরতলা,১১ফেব্রুয়ারী: নেশা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল পূর্ব আগরতলা থানার পুলিশ। বিপুল পরিমাণ নেশা দ্রব্য ব্রাউন সুগার এবং নগদ টাকা সহ এক নেশা কারবারিকে আটক করা হয়। পূর্ব আগরতলা থানার ওসি সঞ্জিত সেন সংবাদ মাধ্যমকে জানান, মহারাজগঞ্জ ফাঁড়ি থানার ওসির কাছে গোপন সূত্রে খবর আসে যে রাজধানী আগরতলার প্রতাপগড় টেকরয়ই চৌমুনী এলাকায় বাসিন্দা অসীম লোধ নামে এক যুবকের বাড়ি থেকে বিপুল পরিমাণ নেশা সামগ্রী মজুদ রয়েছে। বিশেষ সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এই অভিযানে বিপুল পরিমাণ ব্রাউন সুগার, নেশা সামগ্রী ঢুকিয়ে খুচরা বিক্রি করার কৌটাসহ নগদ টাকা উদ্ধার হয়। সেই সঙ্গে যুবককে আটক করে থানায় নিয়ে আসা হয়।
সব মিলিয়ে তার কাছ থেকে মোট ১১গ্রাম ব্রাউন সুগার উদ্ধার হয়, সেই সঙ্গে নগদ ৩৫হাজার ৫০০টাকা এবং ২১১টি খালি কৌটো ও একটি মোবাইল ফোন নাটক করা হয়েছে। সব মিলিয়ে সামগ্রী গুলোর মূল্য লাখ টাকা হবে। সে দীর্ঘদিন ধরে নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত। তার নামে একাধিক থানায় মামলা রয়েছে বলেও জানান ওসি। তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে জানার চেষ্টা করা হবে তার সঙ্গে কে কে জড়িত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ