আগরতলা, ৯ফেব্রুয়ারী : রাজ্যে সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে উদয়পুরের রাজন্য স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী জগন্নাথ দীঘি'র সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ চলছে। খুব দ্রুত এই সম্পন্ন হয়ে যাবে এবং এর অনুষ্ঠানিক উদ্বোধন হবে। শুক্রবার দুপুরে রাজ্যের পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, অর্থমন্ত্রী প্রণজিত সিংহ রায়ের উপস্থিতিতে গোমতী জিলা পরিষদ কার্য্যালয়ের কনফারেন্স হল ঘরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
এই বৈঠকে জগন্নাথ দিঘি'র সংস্কার ও সৌন্দর্য্যায়নের কাজের সাথে সম্পৃক্ত বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। বৈঠকের উদ্বোধনের কথা মাথায় রেখে অতি দ্রুত অবশিষ্ট কাজ সম্পন্ন করার জন্য সংস্কার ও সৌন্দর্যায়নের কাজের সাথে যুক্ত দায়িত্বপ্রাপ্ত সংস্থা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারীদের নির্দেশ প্রদান করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,
গোমতী জেলার জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি দেবল দেবরায়, উদয়পুর পুর পরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার, পর্যটন দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা এবং অধিকর্তা তপন কুমার দাস।
0 মন্তব্যসমূহ