আগরতলা, ৭ ফেব্রুয়ারী : সারা দেশের সঙ্গে রাজ্যেও বিজেপির উদ্যোগে শুরু হয়েছে আজ গাও চলো অভিযান। মূলত গ্রামীন এলাকাতেও সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে দেশব্যাপী এই কর্মসূচি সুচনা করা হয়েছে। এই কর্মসূচির অংশ হিসেবে বুধবার গাও চলো অভিযানকে সামনে রেখে সিপাহীজলা জেলার ১৫-কমলাসাগর মন্ডলের অন্তর্গত ৩ নং বুথে কার্যকর্তাদের নিয়ে অভিযানের শুভারম্ভ করেন প্রদেশ সভাপতি রাজিব ভট্টাচার্য। এই কর্মসূচির অংশ হিসেবে এলাকার বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে তিনি বার্তা লাভ করেন। এদিন ১৫-কমলাসাগর মন্ডলের অন্তর্গত ৩ নং বুথে জনজাতি ক্ষত্রিয় সমাজের সমাজপতি এবং লাভার্থী সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকার করেন প্রদেশ সভাপতি। তাদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা ও অসুবিধা জানার চেষ্টা করেন। বিশেষ করে কেন্দ্র এবং রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকার মানুষের কল্যাণে যে সকল কর্মসূচি চালু করেছে এই কর্মসূচি গুলি কতটুকু তারা পেয়েছেন। এই কর্মসূচি গুলির জন্য সাধারণ মানুষের আর তো সামাজিক অবস্থার কি পরিবর্তন এসেছে, সরকারের কাছে মানুষের আর কি কি প্রত্যাশা রয়েছে নানা বিষয়ে তিনি খোলামেলা আলোচনা করেছেন।
সেই সঙ্গে তিনি এদিন সংশ্লিষ্ট বুথে স্ব-সহায়ক দলের মা বোনদের সাথে মতবিনিময় করেন। স্ব-সহায়ক সমন্বয়ের মাধ্যমে আত্মনির্ভরতার কাহিনী তাদের মুখে শুনেন। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর কল্যাণে এখন মহিলারাও কিভাবে স্বাবলম্বী হয়ে উঠছেন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়েছে তা শুনে প্রদেশ সভাপতি খুশি ব্যক্ত করেন। এদিনের এই কর্মসূচিতে সভাপতির সঙ্গে ছিলেন যুবনেতা নবাবল বণিক, স্থানীয় বিধায়িকা সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিনের কর্মসূচিতে ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করার জন্য।
0 মন্তব্যসমূহ