Advertisement

Responsive Advertisement

রাজধানীর গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় থেকে মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য

আগরতলা, ১৫ ফেব্রুয়ারী: রাজধানী আগরতলার গ্র‍্যান্ডিউস ক্লাব সংলগ্ন এলাকায় এক বাড়ি থেকে মহিলার মৃত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। মৃত মহিলা মৃতের নাম শিপ্রা বিশ্বাস। সে বিভিন্ন বাড়িতে এবং রাজধানীর হোটেলের রান্নার কাজ করতো। খবর পেয়ে মহিলার বিবাহিত মেয়ে ঘটনাস্থলে ছুটে আসে। মহিলা স্বামীর সঙ্গে কোনো যোগাযোগ নেই কাজের সূত্রে আগরতলায় মাধব শীল নামে আরও এক ব্যক্তির সঙ্গে ভাড়া বাড়ীতে থাকতো বলে মৃত মহিলার মেয়ে জানিয়েছে। মেয়ের আরো অভিযোগ এই মাধব শীল তার মাকে খুন করেছে। 
মৃতদেহ উদ্ধারের খবর পেয়ে সদর এসডিপিও দুলাল দত্ত বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনা স্থলে ছুটে যান। সেই সঙ্গে নিয়ে আসা হয় ফরেনসিক টিমও। মৃতদেহের আশপাশ থেকে বিভিন্ন নমুনা সংগ্রহ করেন। এসডিপিও সংবাদ মাধ্যমকে জানান, মৃত মহিলা এক পুরুষের সাথে ভাড়া বাড়িতে বসবাস করতো, কিন্তু সরস্বতী পুজোর দিন মৃত মহিলার সাথে থাকা ব্যক্তি সকলের ঘর থেকে বেরিয়ে যায়, তারপর ঘরের দরজা একটু ফাঁকা দেখে বাড়ির মালিক মনে করেন তারা ঘরেই রয়েছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে দরজা খোলা অথচ কোন নড়াচড়া না পেয়ে তাদের সন্দেহ হলে ঘরে ঢুকে দেখে মৃত অবস্থায় এই মহিলাটি পড়ে রয়েছে, তখন বাড়ি মালিক পুলিশে খবর দেন। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।
মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। কোতোয়ালি জনতা ওই বাড়িতে ভিড় জমান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ