আগরতলা, ২৬ ফেব্রুয়ারী: মধ্য প্রাচ্যের গাজা ও ফিলিস্তিনের যুদ্ধে সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের নানা সংবাদ মাধ্যম এবং সংবাদ সংস্থার কর্মরত সাংবাদিকদের প্রতিনিয়ত মৃত্যু হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ১০০ এর উপর সাংবাদিক নিহত হয়েছে এই যুদ্ধের সংবাদ সংগ্রহ করতে গিয়ে। এভাবে সাংবাদিকদের নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সারা বিশ্বের সংবাদ মাধ্যম গুলি। এবার এই ঘটনার নিন্দা জানিয়ে সরব হলেন আগরতলার সাংবাদিকরা।
এই ঘটনার নিন্দা জানিয়ে এবং সাংবাদিকদের মৃত্যুর মিছিল বন্ধের দাবিতে আগরতলায় সাংবাদিকদের মৌন প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হলো। সোমবার আগরতলা প্রেসক্লাবের সামনে কর্মরত সাংবাদিকরা এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন। তারা মুখে কালো কাপড় বেঁধে কর্মসূচিতে শামিল হন। সেই সঙ্গে অবিলম্বে যুদ্ধ বিরতি ও শান্তি কামনা করেন।
0 মন্তব্যসমূহ