গোষ্ঠী সংঘর্ষে আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে ভর্তি ৬ জন
ফেব্রুয়ারী ১৩, ২০২৪
অয়ন নাগ, ধর্মনগর, ১৩ ফেব্রুয়ারী : উত্তর জেলার ধর্মণগরের বটরসি এলাকা একের পর এক দুই গুষ্ঠির মধ্যে সংঘর্ষের ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে। আহত ৬ জনকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য এনে ভর্তি করানো হয়। জেলা পুলিশ সুপার ভানু পদ চক্রবর্তীর নিজে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনার বিবরণে জানা যায় বটরসি এলাকার বাসিন্দা আব্দুল মালিকের বাড়িতে বেশ কিছু পরিযায়ী শ্রমিক ভাড়া থাকেন। যারা মূলত রাস্তায় হকারি করে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি করে। এলাকায় একজন মহিলার চায়ের দোকানে সবাই চা পান করতে যায় এবং সেখান থেকেই বচসার ঘটনার সূত্রপাত। শেষে মারপিটের শুরু হয়। এই ঘটনায় উত্তরপ্রদেশের নিরপুরার বাসিন্দা মোহাম্মদ শাহরুখ খান, মোহাম্মদ ওসমান, আব্দুল্লাহ, আসিফ মিয়া গুরুতর আহত হয়ে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার খবর পেয়ে প্রথমে ধর্মনগর থানা থেকে ওসি নাড়ুগোপাল দেবের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এলাকায় যায়। একই সাথে খবর পেয়ে উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী অন্যান্য পুলিশের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকায় যান এবং পরিবেশ নিয়ন্ত্রণে আনেন। পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানান, দোকানে বসের টিফিন খাওয়াকে কেন্দ্র করে পরিযায়ী শ্রমিক অবস্থান ও মানুষের মধ্যে বচসা এবং পরে মারপিটের ঘটনা ঘটে। এই ঘটনায় উভয় গোষ্ঠীর একাধিক সদস্য আহত হয়েছেন। পুলিশ এবং অগ্নি নির্বাপন দপ্তরের সহায়তায় তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ মামলা নিয়ে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হলে প্রকৃত কারণ জানা যাবে। এলাকায় পুনরায় যাতে গন্ডগোল না হয় তার জন্য পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে এবং পুলিশ সুপার স্বয়ং ঘটনা পর্যবেক্ষণ করে চলেছেন।
0 মন্তব্যসমূহ