Advertisement

Responsive Advertisement

স্বামীর দায়ের কোপে গুরুতর জখম হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এক গৃহবধূ

আগরতলা, ১৭ ফেব্রুয়ারী : স্বামীর দায়ের কোপে গুরুতর যখম স্ত্রীর মাথা।জিরানীয়া থানাধীন একটি ইটভাট্টায় ঘটে এই ঘটনা। জিবিতে মৃত্যুর সাথে লড়াই করছেন গৃহবধূ অঞ্জলি নায়ার। গ্রেফতার অভিযুক্ত স্বামী সুরজ নায়ার। শনিবার সকালে যথারীতি কাজে গিয়েছিলেন স্বামী স্ত্রী দুজন। সমস্ত শ্রমিকেরা অন্যান্য দিনের মতো প্রাতরাশ করতে গিয়েছিলেন। ওই সময় অঞ্জলি এবং তার স্বামী সুরজ নাইয়ার এর মধ্যে কোন একটি বিষয়কে কেন্দ্র করে তুমুল ঝগড়া হয়। এই ঝগড়া থেকে আচমকা ধারালো দায় এনে অঞ্জলীর উপর এলোপাথাড়ি হামলা চালিয়ে দেয় সূরজ নায়ার। তার মাথায় একের পর এক মোট নয় বার কোপ বসিয়ে দেয় স্বামী সুরজ নায়ার বলে অভিযোগ। এই ধরনের দৃশ্য দেখার পরেই স্থানীয়রা সেখান থেকে সুরুজকে আটক করে খবর দেয় জিরানিয়া থানায়। ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। গ্রেফতার করা হয় সুরজকে। রক্তাক্ত অবস্থায় অঞ্জলিকে উদ্ধার করে পাঠানো হয় জিবি হাসপাতালে। বর্তমানে হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মহিলা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ