অয়ন নাগ, ধৰ্মনগর, ১৯ফেব্রুয়ারী : রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষও বাড়িয়ে দিয়েছে প্রশাসনকে নেশা মুক্ত ত্রিপুরা গড়ার কাজে। তাই এখন সাধারণ মানুষও প্রশাসনকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে নেশা কারবারীদের ধরিয়ে দিচ্ছেন নানা সময়। সোমবার সাধারণ মানুষের দেওয়ার খবরের ভিত্তিতে ধর্মনগর পুলিশ ভিন রাজ্যের গাঁজা পাচারকারীদের আটক করতে সক্ষম হল। এদিন ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারি দেবাশীষ সাহাকে একজন অটো ড্রাইভার ফোন করে বলে, যে আইএসবিটির সামনে সন্দেহ জনক ভাবে কয়েকজন গাঁজা নিয়ে ঘোরাঘুরি করছে। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ সেখানে পৌঁছে যায় এবং পাঁচজন মহিলা ও একজন পুরুষকে আটক করে। তাদের সাথে ২৬টি প্যাকেটে মোট ১৭ কেজি ৭৫৬ গ্রাম গাঁজা পাওয়া যায়। যাদের আটক করা হয়েছে তারা হলো বিকাশ মণ্ডল। বিকাশের স্ত্রী কবিতা দেবী, কাজল দেবী, রিঙ্কু দেবী, রঞ্জু দেবী, সুমন দেবী। এদের সবার বাড়ী বিহারে। মহকুমা পুলিশ আধিকারিক জানান সাধারণ মানুষের সচেতনতার ফলেই এই অভিযান সার্থক হয়েছে।
0 মন্তব্যসমূহ